YouTube মানেই এন্টারটেনমেন্ট, ব্লগিং,শিখামূলক ভিডিও। ২০২০ সালে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সে YouTube চালায় না বা চিনে না ।সবাই YouTube চালায় আবার কেউ নিজের অ্যাকাউন্ট করে ভিডিও পোস্ট করেন অনন্যাকে এন্টারটেনমেন্ট দেয় বা শিখামূলক কিছু শিখায়। আজকের দিনে ইউটিউবে এতো বেশি ভিডিও নির্মাতা এসেছেন, তাই ইউটিউব এখন খুব প্রতিযোগিতামূলক।
ইউটিউব সান ব্রুনো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম। পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী—চড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম—২০০৫ সালের ফেব্রুয়ারিতে এ পরিসেবাটি তৈরি করেছিলেন। ২০০৬ সালের নভেম্বরে গুগল এই সাইটটি $১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনেছিল।
ইউটিউব এ ভিডি শিয়ার করে মানুষ এখন অর্থ অপারজন করছে। অর্থ অপারজন হয় মূলত ভিউ এর মাধ্মে তাই ভিডিও ভিউ বাড়ানো যায় কিভাবে তাই নিয়ে আলোচনা করা হবে এই পোস্ট থেকে ,আপনি যদি সম্পর্ন পোস্ট মনোযোগ সহকারে পরেন তাহলে আপনিও YouTube এ আপনার চ্যানেলে ভিউ বারাতে পারবেন। নিচের পাঁচটি টিপস ফলো করলেই হয়ে যাবে।
- কী এড়াতে হবে
- ভিডিও প্রতিলিপি
- থাম্বনেল চিত্র
- ট্যাগ ব্যবহার
- পারফেক্ট, কীওয়ার্ড-ধনী শিরোনাম
ভিডিও ভিউ মানেই অর্থ
ধরা যাক যে আপনি আপনার ব্যবসায়ের জন্য একটি ইউটিউব চ্যানেল সেট আপ করেছেন। এটি অবশ্যই সম্ভব যে আপনি কোনও আর্থিক লাভের আকাঙ্ক্ষা ছাড়াই সেট আপ করেছেন, তবে বেশিরভাগ লোকেরা তা করে না। যদি আপনার চ্যানেল এ ভিউ বেসি হয় তাহলে আপনি বিজ্ঞাপনের জন্য গুগল এদসেন্স এ আবেদন করতে পারেন।তাছারা অনেক কম্পানি আছে জারা তাদের প্রডাক্ট এর প্রচারের জন্নে অনেক ইউটুবার খুজে ।তাই আপনার যদি একটা বর চ্যানেল থাকে তাহলে অর্থ অপার্জন হবেই।
কী এড়াতে হবে
আসুন আমারা যেনে নি ইউটিউব এ ভিউ বারাতে কি কি পথগুলো এড়ানো পয়জন।আমরা অনেকেই আছি দেখি যে অনন্যার ভিডিওতে অনেক ভিউ ।এই ভিউ দেখে আমাদের মাথা আর থিক থাকে না।তাই আমরা অনেকেই Black seo এর ধান্দা খুজি। বর্তমানে Google এর বট গুলা অনেক সতর্ক তাই আমারা এই এস ই ও এরিয়ে চলব।
ভিডিও প্রতিলিপি
আপনার YouTube ভিডিও এর ডেস্কিপসন আপনার ভিডিও র্যাং নাও করাতে পারে। আপনাকে এমন কিছু টপিক বেচে নিতে হবে।সেই টপিক এর সাথে মিল রেখে সুন্দর ভাবে ভিডিওটি তৈরি ক্রুন।খুবি স্মাট নিয়ে সুন্দর করে কন্সেপ্টটা উপস্থাপন করুন।আপনাকে এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যে সকল ভিডিও মানুষকে কিছু শিক্ষা দেয় বা আনন্দ দেয় ।কারন মানুষ এখন ঘরে বন্দি জীবন কাটাছে তাই মানুষের চাহিদা অনুচাই আপনাকে ভিডিও বাছাই করতে হবে।
থাম্বনেল চিত্র
আপনি যে ভিডিওটা করছেন বা ইউটিউব এ পোস্ট করবেন তার সাথে অবশ্যই আপনার ভিডিও থাম্বনেল ছবিটা দিবেন।এতে করে হবে যে ব্যাক্তি আনার পোস্ট এর থেকে শিখা নিতে এসেছে সে আর আপনার ভিডিওতে ক্লিক করে সাথে সাথে ভিডিওটি থেকে বের হয়ে আসবে না ।এতে আপনার ভিডিও বেসি সময় ভিউ হবে এবং আপনার ভিডিওটি ও রেং বারবে।
ট্যাগ ব্যবহার
ট্যাগগুলির ব্যবহার হল আরও একটি সমালোচনামূলক ক্ষেত্র, যার ফলে গুগলে থেকে ভিউ হতে পারে। ভিডিও চালু করলে দর্শকরা কী দেখছেন তা অ্যালগরিদমকে জানানোর এক উপায়। আপনি আপনার ভিডিওর কি ট্যাগ ব্যাবহার করবেন তা গুগল থেকে রিসার্স করে দেখে নিতে পারেন।ট্যাগটি ভিডিওটির মূলমন্ত্রটি কী তা প্রতিফলিত করে।আপনার ট্যাগ এর পারফম্যান্স কেমন। তাহলে হবে কি আপনার ভিডিওটি YouTube এর ফাস্ট পেজে র্যাং করবে।
পারফেক্ট, কীওয়ার্ড-ধনী শিরোনাম
আপনার ভিডিও শিরোনামে মনোযোগ দেওয়ার চেয়ে বড় হ্যাক আর হতে পারে না। গুগল এ কীওয়ার্ড রিসার্সের অনেক টুল আছে যেগুলো ব্যাবহার করে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য পারফেক্ট কীওয়ার্ড নিতে পারেন।এই কীওয়ার্ড ভিডিওর শিরোনামে বা টাইটেল অথবা হেডিং এ ব্যাবহার করলে আপনার ভিডিওটি ভিউ হয়ার সম্ভবনা বেসি।
আপনি যদি ছোট বিবরণটির প্রতি মনোযোগ দিন এবং ব্যবহারকারীদের অফার করার জন্য আশ্চর্যজনক সামগ্রী পান, তবে আপনি কোনও উচ্চ প্রতিযোগিতামূলক অর্থ অপার্জন করতে পারবেন।
৩য় বিষটির জন্য আপনাকে, সুন্দর এবং আকর্ষণীয় Thumbnail ব্যাবহার করতে হবে। সোশ্যাল মিডিয়া তে শেয়ার করবেন। ভিডিওয় টাইটেল যেন আকর্ষণীয় হয়। আপনার ভিডিওর ওয়াচ টাইম যতো বেশি হবে, ইউটিউব ততো বেশি আপনার ভিডিও অন্যান্য দর্শক দের কাছে পৌছে দেয়।
সাধারণত এই বিষয়গুলি খেয়াল রাখুন এবং নির্দিষ্ট সময়ের অন্তর ভিডিও প্রকাশ করতে থাকুন। ভিউ চলে আসবে।
0 Comments